ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এতিমের টাকা মেরে খালেদা পার পাবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এতিমের টাকা মেরে খালেদা পার পাবেন না বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে পার পাবেন না। আদালতে তার বিচার হচ্ছে। আদালত যে রায় দেবে তা তাকে মেনে নিতে হবে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাসদের এক জনসভায় তিনি একথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে।

এজন্য সকলকে ১৪ দল মহাজোটের ওপর আস্থা রাখতে হবে।

দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি ছহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহ, কাজী সালমা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ