ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ

রাজশাহী: রাজশাহী মহানগরীর ২০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মহসিন আলী রনিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জানুয়ারি) রাতে এ ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে রনির পরিবার।

রনির পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, রনি নিউ মাকের্টে একটি গার্মেন্টসের দোকানে চাকরি করেন।

রোববার নিউ মার্কেট বন্ধ ছিল।

সকাল ৯টার দিকে রনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি।

রনির বোন মুন্নি বাংলানিউজকে জানান, দুপুরে রনির মোবাইল ফোন থেকে তার মোবাইলে ম্যাসেজ আসে। এতে লেখা ছিল, রনি বাড়ির বাইরে আছেন। তাই বাড়ির সবাইকে দেখে রাখতে।
 
এ ম্যাসেজ পাঠানোর পর রনির মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর বিকেলে তার মোবাইল থেকে আবার ফোন আসে। তখন রনি কান্না মেশানো কণ্ঠে বাঁচার আকুতি জানান। তারপর আবারো মোবাইল বন্ধ পাওয়া যায়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, পরিবারের অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। তাই এখনই এ ব্যাপারে কিছু বলা যাবে না।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ