ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জনগণকে কিছুই দেয়নি বিএনপি-জামায়াত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
জনগণকে কিছুই দেয়নি বিএনপি-জামায়াত চিকনাই নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ঈশ্বরদী: আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিগত জোট সরকারের আমলে বিএনপি-জামায়াত চুরি, দুর্নীতি, লুটপাট ছাড়া দেশের জনগণকে আর কিছুই উপহার দেয়নি। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন, বিদেশি সহযোগিতা ছাড়াও একক ইচ্ছায় এতো বড় ব্যয়বহুল সেতু নির্মাণ করতে জানে। শেখ হাসিনার আমলেই বহু সাফল্য দেশের জনগণের সামনে দৃশ্যমান।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় উপজেলার আটঘরিয়ার সুজাপুর কদমতলী হাট সংলগ্ন চিকনাই নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকরাম আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বসির আহমেদ বকুল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ