ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মিজানকে মারধর করার অভিযোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাকে আটক করা হয়। এনামুল উপজেলার মাঝিকড়া গ্রামের সুলতান আহমেদ সরকারের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) আসলাম সিকদার বাংলানিউজকে বলেন, উপজেলায় বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে অফিস সহকারী মিজানের ওপর ক্ষিপ্ত ছিলেন এনামুল। এর জের ধরে বিকেলে অফিস থেকে ডাকবাংলো যাওয়ার পথে এনামুল তার লোকজন নিয়ে মিজানের ওপর হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এনামুলকে আটক করে।

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ