ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এ রায় দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এ রায় দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা  অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন তা বাংলাদেশের দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণের বিদ্যমান প্রকল্পের সুপার স্ট্রাকচারের উদ্বোধনকালে তিনি একথা বলেন।  

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিলের প্রসঙ্গ টেনে কাদের বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা রাতের আধারে তুলে দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের আগে তা তুলে দিয়ে তারা প্রমাণ করেছে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।  

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ