ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদার সাজায় আ’লীগের কোনো হাত নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
খালেদার সাজায় আ’লীগের কোনো হাত নেই লেফট্যানেন্ট কর্নেল ফারুক খান এমপি

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফট্যানেন্ট কর্নেল ফারুক খান এমপি বলেছেন, ২৮ বছর পার হয়ে গেছে, জিয়ার নামে এখনো কোনো এতিমখানা তৈরি করা হয়নি। এতিমদের জন্য কিছুই করা হয়নি। খালেদা জিয়া কৌশলে এতিমদের কুক্ষিগত করেছেন। এজন্য আদালত তাকে সাজা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো হাত নেই।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জেলখানায় কোনো ফার্স্ট ক্লাস কেবিন নেই। জেল তো জেলই।

যারা দণ্ডপ্রাপ্ত, তাদেরই জেলে পাঠানো হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম-সাতাশিয়া ফারুক খান সড়ক ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন।

মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বালা মোল্লার সভাপতিত্বে সমাবেশে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল হোসেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ