ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না পুরস্কার দিচ্ছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না। একমাত্র আদালতই পারে তাকে মুক্তি দিতে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

বিএনপি তাদের দুর্নীতি ঢাকতে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ