ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নওগাঁ: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে ট্রেন মিস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি। এবারের নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর পত্নীতলা পাবলিক মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন গোরস্থানে।

সেটি নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই। তাই জননেত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ