ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আশুলিয়ায় যুবলীগের ওয়ার্ড কমিটি ঘোষণা

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আশুলিয়ায় যুবলীগের ওয়ার্ড কমিটি ঘোষণা

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের দুই ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে আহ্বায়ক মো. নূরুল আমীন সরকার ও যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল মোল্লার স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়। প্রতিটি ওয়ার্ডে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।


 
কমিটিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৮নং ওয়ার্ড ও আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন- ইয়ারপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল সরকার, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জুয়েল মোল্লা, মো. নাজীমুদ্দীন, মো. জামাল হোসেন ও ওয়ার্ড যুবলীগ মো. আমজাদ পালোয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ