ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

চাঁদপুর-৫ আসনে আ’লীগের ৭ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
চাঁদপুর-৫ আসনে আ’লীগের ৭ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে একই আসনে সাত আওয়ামী মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জনসভায় এক মঞ্চে একত্রিত হয়েছেন চাঁদপুর-৫ সংসদীয় আসনে আওয়ামী লীগের সাত মনোনয়ন প্রত্যাশী।

জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে তারা এক হয়ে কাজ করছেন।

বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেল ৫টায় হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগ।

এতে বক্তব্য রাখেন একই আসনে মনোনয়ন প্রত্যাশী ওই সাত আওয়ামী লীগ নেতা।

তারা হলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক একেএমে ফজলুল হক, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা প্রকৌশলী মো. সফিকুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হেলাল উদ্দিন মিয়াজী ও কৃষক লীগ সদস্য সফিকুল আলম ফিরোজ।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করছে। হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা আবারো এ আসনটি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপহার দিব।

অপরদিকে, দুপুরে এ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম উপজেলা সদরে ওলামায়ে কেরামদের নিয়ে মতবিনিময় সভা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ