ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ধামরাইয়ে চিকিসৎককে পেটালেন ছাত্রলীগ নেতা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ধামরাইয়ে চিকিসৎককে পেটালেন ছাত্রলীগ নেতা

ঢাকা: ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিন। হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ চিকিৎসকরা আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা ভাবছেন।

বুধবার (১৪ মার্চ) দুপুরে ধামরাইয়ের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ফজলুর রহমান নামে ওই হাসপাতালের এক চিকিৎসক বাংলানিউজকে বলেন, দুপরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিন নিজের ব্লাড পেসার মাপাতে হাসপাতালে আসেন।

 

এ সময় তাকে কর্তব্যরত চিকিৎসকের কক্ষে যেতে বললে তিনি কর্তব্যরত চিকিৎসক শাকিলকে অকথ্য ভাষায় গালিগাজ শুরু করেন। প্রতিবাদ করলে ওই চিকিৎসককে লাথি-ঘুষি দিয়ে মেঝেতে ফেলে মারধর করেন।  

পরে স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে ছাত্রলীগ নেতা মাহিন পালিয়ে যান। ঘটনার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ওসি) জানিয়েছে বলেও জানান ডা. ফজলুর রহমান।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ