ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মোমবাতি জ্বালিয়ে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মোমবাতি জ্বালিয়ে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ মোমবাতি জ্বালিয়ে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ করলো ছাত্রলীগ

ঢাকা: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন বিধ্বস্তে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিহদের শ্রদ্ধা নিবেদনে এ কর্মসূচি পালিত হয়।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, ইমতিয়াজ বাপ্পী, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

এর আগে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও জগন্নাথ হলের উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ