ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দুর্নীতির কারণে খালেদা জিয়া আজ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
দুর্নীতির কারণে খালেদা জিয়া আজ জেলে বাহাদুরবাদ-বালাশী ফেরিঘাট সংস্কার করে ফেরি চলাচল কাজের উদ্বোধন

জামালপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির অর্জন ছিলো দুর্নীতি। আর দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া জেলে।

রোববার (১৮ মার্চ) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরবাদ-বালাশী ফেরিঘাট সংস্কার করে ফেরি চলাচল কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি আজ নিজেদের দিকে তাকিয়ে দেখুক তারা কোন গণতন্ত্র চায়? বাংলাদেশে হত্যা আর পেট্রোল বোমার গণতন্ত্র চলবে না।

এ দেশ চলবে জনগণের চাহিদার ভিত্তিতে। দেশের মানুষের কল্যাণের ভিত্তিতে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা প্রশাসক আহমেদ কবীর প্রমুখ।  

এর আগে মন্ত্রী ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাহাদুরাবাদ-বালী নৌ ফেরিঘাট প্রকল্পে কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ