ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিদেশি আইনজীবীদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বিদেশি আইনজীবীদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নরসিংদী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হলো ‘নালিশ পার্টি’। তারা এখন বিদেশি আইনজীবীদের কাছে ধর্না দিচ্ছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নয় বছর ধরে বিএনপি আন্দোলন করবে বলে এ বছর ও বছর করছে।

আসলে আন্দোলন করতে হলে ঐক্য লাগে। যা বিএনপির মধ্যে নেই।

এসময় তিনি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সফলতার কথা উল্লেখ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও সংসদ সদস্য অ্যাডভোকেট হুমায়ুন মজিদ ও জেলার সব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ