ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

উল্লাপাড়ার প্রবীণ আ’লীগ নেতা পূন্ন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
উল্লাপাড়ার প্রবীণ আ’লীগ নেতা পূন্ন আর নেই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পূন্ন (৭৭) আর নেই।

সোমবার (২৬ মার্চ) সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মীর শহীদুল ইসলাম পূন্ন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উল্লাপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মরহুমের বড় ছেলে উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল বাংলানিউজকে বলেন, সোমবার বাদ আসর উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে তার জানাজা শেষে উল্লাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবীব, পৌর মেয়র এসএম নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ