ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল প্রধান অতিথির বক্তব্য রাখছেন আবদুর রাজ্জাক এমপি।

মধুপুর (টাঙ্গাইল): বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শনিবার (৩১ মার্চ) দুপুরে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, খালেদা জিয়া এতিমদের নামে টাকা মেরে দেওয়ার মামলায় কারাগারে রয়েছেন।

স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ও আন্দোলনের নামে মানুষ মারার দলের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল বাছেদ প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে, ধনবাড়ী উপজেলার আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ