ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘খালেদার কারাবরণে সরকারের হাত নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
‘খালেদার কারাবরণে সরকারের হাত নেই’

গাজীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের ব্যাপারে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের চতুর্থ তলাবিশিষ্ট একটি নতুন ভবনের উদ্বোধন, নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে দুর্নীতির দায়ে আদালতের রায়ে।

আদালতের রায়ে কেউ সন্তুষ্ট না হলে আপিল করতে পারবেন। তার কারাবরণের ব্যাপারে সরকারের কোনো হাত নেই।  

বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

কলেজের নতুন ভবনটি উদ্বোধনের পর মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ