ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই দুলারহাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

ভোলা: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে।

শনিবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় চরফ্যাশন উপজেলার নবগঠিত দুলারহাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবন ও উপজেলার আটটি গ্রামে পল্লীবিদ্যুতের নতুন লাইনের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ আজ প্রশংসিত হয়েছে।

দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোটদিন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন- মজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ