ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার, সম্পাদক সাইফুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার, সম্পাদক সাইফুর মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আতাহার সরদারকে সভাপতি ও সাইফুর রহমান রুবেল খানকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৭ এপ্রিল) বিকেলে শহরের লেকপাড়ে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমসহ জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে আসা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

সম্মেলন শেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ