ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ভোলার বাংলাস্কুল মাঠে মহিলা সমাবেশ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণেই দেশের মানুষের উন্নয়ন হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হয়েছে। গ্রামগুলো শহরে পরিণত হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) বিকেলে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ভোলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। তিনি রাজাকার-আলবদররে বিচার করে প্রমাণ করেছেন নারীরা পারে না এখন কিছু নেই।  

এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না, অধ্যক্ষ সাফিয়া খাতুন ও রেহানা ফেরদৌস।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ