ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কেসিসি নির্বাচনে মেয়র পদে খালেকের মনোনয়নপত্র সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
কেসিসি নির্বাচনে মেয়র পদে খালেকের মনোনয়নপত্র সংগ্রহ তালুকদার আব্দুল খালেক এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ছোট ভাই আব্দুল জলিল তালুকদার। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে (কেসিসি) আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ছোট ভাই আব্দুল জলিল তালুকদার।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আব্দুল জলিল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজন আলী।

এনিয়ে মেয়র পদে মোট ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এদিকে তালুকদার আব্দুল খালেককে কেসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দেওয়ায় সকালে মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল করেছে। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন।

রোববার (৮ এপ্রিল) দিবাগত রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তালুকদার আবদুল খালেককে কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা,  এপ্রিল ০৯, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ