ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘এরশাদের কথা ধরতে নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
‘এরশাদের কথা ধরতে নেই’ বক্তব্য রাখছেন মাহবুবুল আলম হানিফ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের বয়স প্রায় ৯০ বছর। এতো বয়স্ক একজন মানুষ কখন কী বলে সেই কথা ধরতে নেই।

সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া স্টেডিয়ামে ওয়াল্টন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া স্টেডিয়ামে ওয়াল্টন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

হানিফ বলেন, কয়েকদিন আগেও এই এরশাদ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৭০টি আসনে ভোট করতে চেয়েছিলেন।

আবার উনি বলছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শুন্য। যদি তায় হয় তবে উনি আবার জোট করতে চাইলেন কেন? আসলে এরশাদ সাহেবের অনেক বয়স হয়েছে তাই কখন কি বলে বসেন সেটা আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চান না বলে মন্তব্য করে হানিফ বলেন, আইনী প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। কারণ দণ্ডিত কোনো ব্যক্তিকে আন্দোলন করে মুক্ত করা যায় না। বিএনপির যেসব নেতা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলে নাটক করছেন, আসলে তারা খালেদা জিয়ার মুক্তি চান না।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ প্রমুখ।

ক্রিকেট লিগে ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেন অ্যাথলেটিক ক্লাব ও তরুণ সংঘ ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ