ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ভোটের আগে খালেদা মুক্তি পাবেন না: নজিবুল বশর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
ভোটের আগে খালেদা মুক্তি পাবেন না: নজিবুল বশর বক্তব্য রাখছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি

ঢাকা: ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, ‘এদেশের রাজনীতিতে এখন (বিএনপি প্রধান) খালেদা জিয়া অবাঞ্ছিত, (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক জিয়া অবাঞ্ছিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়া মুক্তি পাবেন না।’ 

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তরীকত ফেডারেশনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করছিলেন নজিবুল বশর।

তিনি বলেন, ‘এদেশে আর জিয়া পরিবারের কারও নেতৃত্বে সরকার গঠন হবে না। বিএনপির রাজনীতির কবর রচিত হয়ে গেছে। তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন। তাকে দেশে ফেরানো হলে স্থান হবে কারাগারে। দেশের মানুষের জন্য এটি লজ্জার যে, একটি দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু’জনই দুর্নীতির দায়ে দণ্ডিত। ’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিয়া পরিবারের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, মির্জা ফখরুলরাই জিয়া পরিবারের শত্রু। তারা চান না তারেক দেশে ফিরে আসুক। কারণ তারেক দেশে ফিরে এলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ’ 

জামায়াতের নেতাকর্মীদের ব্যাপারে সজাগ থাকতে তরীকতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজিবুল বশর বলেন, ‘এই যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীরা ইসলামের শত্রু। যতক্ষণ তাদের নির্মূল করা না যাবে, ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে আমরা অগ্রণী ভূমিকা রেখেছিলাম। এবার তাদের নির্মূলেও তরীকতের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। ’ 

প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন তরীকতের নবনির্বাচিত মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুর বশর মাইজভান্ডারি, যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভান্ডারি প্রমুখ।  

প্রতিনিধি সভা থেকে পাঁচ মাসব্যাপী সাত দফা কর্মসূচি ঘোষণা করেন তরীকত চেয়ারম্যান। এসব কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী ১১ মে থেকে এক মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান, ৩১ জুলাইয়ের মধ্যে সব জেলা, উপজেলা, পৌরসভা কমিটির সম্মেলন শেষ করা, ৩ অক্টোবর তরীকতের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ।  

অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত ১৬ এপ্রিল তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে সংসদ সদস্য এম এ আউয়ালকে অব্যাহতি দেওয়া হয়। সম্মেলনের মাধ্যমে নতুন মহাসচিব বলেন সৈয়দ রেজাউল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ