ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনে সহায়ক-তত্ত্বাবধায়ক সরকার থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মে ১, ২০১৮
নির্বাচনে সহায়ক-তত্ত্বাবধায়ক সরকার থাকবে না বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথাসময়েই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণমূলক। এতে কোন সহায়ক বা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দৈনন্দিন কাজ করবে আর নির্বাচন কমিশন তা পরিচালনা।

মঙ্গলবার (০১ মে) দুপুরে জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা অতীতে নির্বাচন করেননি, নিশ্চই তারা তাদের ভুল উপলব্ধি করেছেন।

এবারও যদি ভুল করেন, তাহলে আমাদের কিছু করার নেই।

তোফায়েল আহমেদ বলেন, শ্রমের বিনিময়ে দেশের উন্নয়ন হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও শ্রমজীবী মেহনতি মানুষের অবদান রয়েছে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের কাজ করতে হবে।

জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস প্রমুখ।

ভোলা খালটি শিগগিরই পুনঃখনন করা হবে

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ