ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরও থেমে নেই দেশ বিরোধীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ৭, ২০১৮
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরও থেমে নেই দেশ বিরোধীরা জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট: দেশ বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরও থেমে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তারা সফল হতে পারেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

সোমবার (৭ মে) সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নগরীর মিরের ময়দানের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনে আয়োজন করা হয়।

মিসবাহ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদেরও বিচার হয়েছে। তাই বর্তমানে দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরও বিচার হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ আন্তর্জাতিক মর্যাদায় এগিয়ে যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সায়ফুল আলম রুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনার সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুদিপ্ত চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মোস্তাকু রহমান সফুর, আব্দুল হাসিব মুনিম, অধ্যক্ষ শামসুল ইসলাম, মো. ইব্রাহিম, ফারুক আহমদ, রুবি ফাতেমা ইসলাম, নুরুল আমিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, শহিদুর রহমান শাহিন, মফিজুর রহমান বাদশা, লুৎফুর রহমান, এজাজুল হক এজাজ, আতাউর রহমান, শামিম রশিদ চৌধুরী, আতাউর রহমান, নাজনু চৌধুরী, আলি আমজাদ, আপ্তাব আলী কালাম, নিজাম উদ্দিন চেয়ারম্যান, অ্যাডভোকেট সালমা সুলতানা, লিয়াকত হোসেন, লোকমান উদ্দিন চৌধুরী, হেলেন আহমদ, সালমা বাছিত, রইছ আলী, মো. মোস্তাকিম হায়দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ