ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেবহাটায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
দেবহাটায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মঙ্গলবার (৮ মে) রাতে উপজেলার পারুলিয়ার জাকির টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক সোহাগ উপজেলা ছাত্রলীগের উপ-হাইস্কুল বিষয়ক সম্পাদক।

তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংহতির পরিষদের সভাপতি হাফিজুল ইসলামের ছেলে।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী বিয়ষটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া জাকির টাওয়ার এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা অপর এক মাদক বিক্রেতা পালিয়ে যায়।

সম্প্রতি এক স্কুল ছাত্রীকে অপহরণকালে আটক হয়েছিল সোহাগ। তখন ভ্রাম্যমাণ আদালতে সাজা হয় তার।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ