ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি পোমেল, সম্পাদক মাহবুব

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি পোমেল, সম্পাদক মাহবুব সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহবুব আলম (ফাইল ছবি)

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বুধবার (০৯ মে) সকালে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নোবেল শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি প্রকাশ পায়।
 
সভাপতি পোমেল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং সম্পাদক মাহবুব উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

পোমেল বড়ুয়া বাংলানিউজকে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও দৃঢ় করতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ক্যম্পাসে তথা হলে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে সর্বদা চেষ্টা করব।

এর আগে গত বছরের ২৪ মার্চ শাহিনুর ইসলামকে সভাপতি ও মৃতীশ চন্দ্র বর্মণকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু হলের কমিটি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ