ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ১, ২০১৮
আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করছেন নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

শুক্রবার (১ জুন) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার আগানগর, জিনজিরা ও শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বিপু বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু।

আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি, মেট্রোরেলের কাজ চলমান রয়েছে। এসব কাজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এ সরকারের আমলে কেরানীগঞ্জের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয়েছে। পানগাও আইসিটি পোর্ট হয়েছে। তেঘরিয়ায় স্টেডিয়াম নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মীর আসাদ হোসেন টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ