ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জার্মান রাষ্ট্রদূতের আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জার্মান রাষ্ট্রদূতের আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন

ঢাকা: আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির আমন্ত্রণে মঙ্গলবার (১৯ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি।

জার্মান রাষ্ট্রদূতকে কার্যালয়ে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

পরে থমাস প্রিন্জ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে মিলিত হন।

এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে জার্মান রাষ্ট্রদূত তার মতামত তুলে ধরেন।

জার্মান রাষ্ট্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়মূলক কাজের প্রশংসা করেন এবং বাংলাদেশের ফুটবলভক্তদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ