ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
ছাত্রলীগের পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)।

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনও কমিটি ঘোষণা করা হয়নি। এ লক্ষ্যে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০১ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের সদস্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন বাংলানউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পদপ্রত্যা‌শীদের স‌ঙ্গে গণভব‌নে সরাস‌রি কথা বল‌বেন।

যা একজন ছাত্রলী‌গ কর্মীর কা‌ছে অনেক বড় পাওয়া।

সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা মনোনয়ন ফরম নিয়েছেন শুধুমাত্র তাদের সকল‌কে উপস্থিত থাকতে বলা হয়েছে। ৪ জুলাই সন্ধ্যা ৬টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এসকেবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ