ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগ জনগণের শক্তিতেই শক্তিমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
আওয়ামী লীগ জনগণের শক্তিতেই শক্তিমান বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিকে জাতীয় ঐক্য করতে কে নিষেধ করেছে, তারা কোন জাতীয় ঐক্য করতে চান। আওয়ামী লীগের ঐক্য জনগণের সঙ্গে, জনগণের শক্তিতেই শক্তিমান। 

রোববার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ‘জাতীয় ঐক্য হলে সরকার তিনদিনও ক্ষমতায় থাকতে পারবে না’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ