ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা বিশেষ সমন্বয় সভায় খাদ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি দেশটাকে ধ্বংস করতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা। তারা উন্নয়নে বিশ্বাস করে না।

সোমবার (০৯ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের আটি এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একাদশ সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা কার্যক্রম সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে দেশের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।

বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ সরকার বছরের প্রথমদিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দিচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

সমন্বয় কমিটির সদস্য মাসুদ আক্তার মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইফসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আবু সিদ্দিক, অ্যাডভোকেট এনামুল হক, তারানগর ইউপি সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান ও আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ