ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাগেরহাটে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
বাগেরহাটে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় আটক ২

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক রেজা বাহাদুরের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১১ জুলাই) ভোরে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল কচুয়ার সহবতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- উপজেলার সহবতকাঠি গ্রামের আফছার উদ্দিনের ছেলে আব্দুল আলিম (৫৬) এবং কচুয়া সদরের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হাসান সুমন (২৮)।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ নেতা ইশতিয়াকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা পুলিশের একটি দল কচুয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে দুই জনকে আটক করা হয়। হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাদের গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

**বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ