ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ভোটকেন্দ্রে পাহারাদার হিসেবে থাকতে হবে: শেখ হেলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ভোটকেন্দ্রে পাহারাদার হিসেবে থাকতে হবে: শেখ হেলাল নেতা-কর্মীদের নিয়ে মাজার জিয়ারতে শেখ হেলাল উদ্দিন

সিলেট: ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাহারাদার হিসেবে থাকার আহ্বান নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

বুধবার (১১ জুলাই) বিকেলে নগরের একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।

শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এখানে এসেছি।

সিসিক নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই নৌকাকে বিজয়ী করার দায়িত্ব সকলের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল আরো বলেন, ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝাতে হবে, আওয়ামী লীগ সরকার উন্নয়ন-অগ্রযাত্রার সরকার। ভোটারদের কাছে আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পৌঁছাতে হবে, ভোট চাইতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা রুদ্ধদ্বার এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সিলেটে পৌঁছেই নেতা-কর্মীদের নিয়ে মাজার জিয়ারতে যান শেখ হেলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ