ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সেনবাগে ছাত্রলীগ সভাপতির বাড়িতে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
সেনবাগে ছাত্রলীগ সভাপতির বাড়িতে ককটেল নিক্ষেপ

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়া উল হক মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গত সপ্তাহে সেবারহাট বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় জিয়া উল হকের লোকজন।

বুধবার (১১ জুলাই) রাতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া উল হকের এক অনুসারীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে জিয়া উল হক, পারভেজ, জাবেদ, হাছান ও রনি তার বসতঘরকে লক্ষ্য করে ৬/৭টি ককটেল নিক্ষেপ করে। ককটেলের শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ