ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শিবচরে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
শিবচরে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে প্রায় ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের মালের হাটে ইউনিয়ন বিএনপির সভাপতি মতি মাল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

এছাড়াও এসময় উপজেলা যুবদলের সহ-সভাপতি জুলহাস মাল, সন্নাসীর চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন মালসহ প্রায় তিন শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী।  

আরও উপস্থিত ছিলেন- শিবচর পৌরসভা মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, সন্নাসীর চর ইউপি চেয়ারম্যান বাবুল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. রউফ হাওলাদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।  

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী বলেন, আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী এমপির যোগ্য নেতৃত্বে শিবচর আজ সারাদেশে উন্নয়নের মডেল। শিবচরের উন্নয়ন দেখতে সারাদেশের এমপি, মন্ত্রীরা শিবচর আসেন। এতেই অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ