ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গণসংবর্ধনায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
গণসংবর্ধনায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা/ছবি- শাকিল

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় যোগ দিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলের আশপাশে অবস্থান নিচ্ছেন। বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।

সরেজমিনে দেখা গেছে, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ ও দোয়েল চত্বর দিয়ে আসছেন। তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দিচ্ছেন।  

স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তরের রুপনগর ইউনিটের কর্মী বাদল বলেন, প্রধানমন্ত্রীর আজকের সংবর্ধনা অন্য যেকোনবারের চেয়ে ব্যতিক্রম। কারণ প্রধানমন্ত্রী দীর্ঘদিন এ দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনেও দল জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ টিএসসি রাজু ভাস্কর্যের বিপরীতে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, বরাবরের মতো ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সংবর্ধনায় যোগ দেবেন।

অন্যদিকে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে টিএসসি, বাংলা একাডেমিসহ তিনটি স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের লেখা বিভিন্ন বই বিক্রির জন্য রাখা হয়েছে। স্টলে থাকা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকার নেতাকর্মীদের পাশাপাশি বাইরে থেকেও অনেক নেতাকর্মী যোগ দেবেন। রাজনীতিতে আর্দশের গুরুত্ব তুলে ধরতে আমাদের এ প্রয়াস। এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে জানা যাবে।

দুপুর ১২টার সমাবেশে প্রবেশের গেট সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ