ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বৃদ্ধি করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
‘মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বৃদ্ধি করা হবে’ মুক্তিযোদ্ধাদের পরিচিতি সভা

বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমানে দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধা মাসে ১০ হাজার টাকা সম্মানি ভাতা পাচ্ছেন। এ ভাতা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রয়োজনীয় সব কাজ করতে বদ্ধপরিকর।

শনিবার (২১ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ বাগেরহাট জেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মুকিত ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সংগঠনের বাগেরহাট জেলা সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ-জাহান শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ হাওলাদার, মো. শওকত আলী, মীর আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

পরিচিতি সভায় বাগেরহাট জেলা সদর ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ৪৭ সদস্যের বাগেরহাট জেলা কমিটির সদস্যদের উপস্থিত সবার সঙ্গে পরিচয় করানো হয়।

বাংলাদেশ  সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ