ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রমাণ হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
প্রমাণ হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: আওয়ামী লীগের বিজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (২২ জুলাই) দুপুরে মহানগরীতে গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা গ্রেফতার ও অডিও ফাঁস প্রসঙ্গে এ মন্তব্য করেন লিটন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির গণসংযোগে ককটেল হামলার ঘটনার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার ব্যাপারে বিএনপি নেতাদের কথপোকথনের অডিও ক্লিপও পেয়েছেন। আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে জানতে পেড়েছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে জনগণের সহমর্মিতা অর্জন করতে এবং জনগণকে কাছে টানতে নিজেরাই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হলো বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।

রোববার সকাল সাড়ে ১০টায় মহানগরীর ১০নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ ছোট মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।  

এরপর দুপুর পর্যন্ত ডাক্তারের মোড়, কলাবাগান, পুরাতন বিলশিমলা এলাকায় গণসংযোগ করেন তিনি। ১০নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে ১১নম্বর ওয়ার্ডের হেতেমখা কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট করেন খায়রুজ্জামান লিটন।

বিকেলে হজরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে নামাজ আদায় করেন। আসরের নামাজ শেষে খায়রুজ্জামান লিটন ৯নম্বর ওয়ার্ড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় রাজশাহীর উন্নয়নের স্বার্থে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ