ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিশ্বে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
বিশ্বে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে বাংলাদেশ বক্তব্য রাখছেন শেখ সারহান নাসের তন্ময়। ছবি বাংলানিউজ

বাগেরহাট: বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলাল উদ্দিন এমপির ছেলে শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশ বিশ্বে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। সে স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে আসন থেকে যিনিই নৌকা প্রতীকের প্রার্থী হবেন আপনারা তার জন্যই কাজ করবেন।

যদি কোনো আসনে প্রার্থী পছন্দ না হয় তাহলে আপনারা তিনশ’ আসনেই শেখ হাসিনাকে প্রার্থী মনে করে ভোট দেবেন।

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।  

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকার প্রমুখ।

সদর উপজেলা যুবলীগের সদস্য শেখ মুকিতের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি জেলা, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সচিব শাহ নেওয়াজ মোল্লা দোলন,  শ্রমিক লীগের জেলা সভাপতি রেজাউর রহমান মন্টু, ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক কাজী জাহিদ সরোয়ার টিটো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ