ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নগরবাসীর জন্য কামরানের ৩৩ দফা ইশতেহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
নগরবাসীর জন্য কামরানের ৩৩ দফা ইশতেহার ইশতেহার প্রকাশের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরবাসীর জন্য ৩৩ দফা ইশতেহার ঘোষণা করলেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

বুধবার (২৫ জুলাই) দুপুর ১২টায় নগরীর নির্ভানা ইন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়।  

‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সিলেট’ স্লোগানে প্রকাশিত ইশতেহার পাঠ করেন মেয়র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

 

বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এনইউ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ