ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই চারতলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে দেশ ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা টেংলাহাটায় আর.আই.এম ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

এসময় স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক উন্নয়ন ও স্থিতিশীতলার বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

টেংলাহাটা আর.আই.এম ডিগ্রি কলেজ চত্ত্বরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।  

পরে তিনি উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজের চারতলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ