ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির মেয়রপ্রার্থী-সমর্থকদের বিরুদ্ধে আ’লীগের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
বিএনপির মেয়রপ্রার্থী-সমর্থকদের বিরুদ্ধে আ’লীগের অভিযোগ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতারা।

লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন বলেন, এখন পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নয়টি অভিযোগ দেওয়া হয়েছে।

কিন্তু নির্বাচন কমিশন অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল ও শোডাউন, উঠান বৈঠকের নামে জনসভা, জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে রাস্তার পাশে নির্বাচনী অফিস নির্মাণ করেছে। এছাড়া নৌকার প্রার্থীর পোস্টার ছিড়েছে।

লিখিত বক্তেব্যে তিনি আরও বলেন, বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে শিক্ষকদের মধ্যে বক্তব্য রেখেছেন। নির্বাচনের পরে সবাইকে দেখে দেওয়ার হুমকি দিয়েছেন। আমাদের প্রচারের মাইক থামিয়েও প্রচারকারীকে হুমকি দিয়েছেন।

তিনি বলেন, মজিবর রহমান সরোয়ার এ সিটির মেয়র ছিলেন। তিনি সংসদ সদস্যও ছিলেন। কিন্তু তিনি এমন কোনো দৃশ্যমান কর্মকাণ্ড দেখাতে পারবেন না, যার জন্য জনগণ তাকে ভোট দেবেন। এছাড়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতোমধ্যে বরিশালবাসীর মন জয় করে নিয়েছেন। বরিশালবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী টিটু, সহ-সভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ