ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনে ভুল করলে দেশ আবারো পিছিয়ে পড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
নির্বাচনে ভুল করলে দেশ আবারো পিছিয়ে পড়বে স্বেচ্ছসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভুল করা যাবে না। নির্বাচনে ভুল করলে দেশ আবারো পিছিয়ে যাবে। জঙ্গিবাদের উত্থান হবে।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলে দেশের উন্নয়ন হয়েছে।

ঘাতকদের বিচার হয়েছে, জাতির জনকসহ জাতীয় চার নেতার বিচার হয়েছে, জঙ্গি দমন হয়েছে।

কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জেলা স্বেচ্ছসকলীগের সম্পাদক সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম এবং আলী আসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ