ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কয়লা দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
কয়লা দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কয়লা দুর্নীতিতে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ জুলাই) বিকেলে মাদারীপুর শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, কয়লা দুর্নীতি নিয়ে তদন্ত চলছে।

তদন্ত শেষে প্রমাণ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়লা জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদ যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নৌমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপ-পরিচালক মো. রাসেল সাবরিন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ‍জুলাই ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ