ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামীলীগ মেনে নেবে। 

শনিবার (২৮ জুলাই) বিকেলে জেলা সদরে মুক্তির সোপানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ এবং বন বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী ফলদ বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন, মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন।

বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসন, কৃষি কর্মকর্তা আরশেদ আলী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান।

এর আগে, মন্ত্রী দিনভর সিরাজগঞ্জে নানা কর্মসূচিতে অংশ নেন। সকালে কাজিপুরে শহীদ এম মনসুর আলী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে তিনি উপজেলা পরিষদ মাঠে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এরপর দুপুরে ছালাল আশ্রায়ন প্রকল্পের  ৯০ জন ভূমিহীনের মধ্যে জমির দলিল হস্তাস্তর করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ