ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পরাজয়ের শঙ্কায় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
পরাজয়ের শঙ্কায় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, কোনো নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা থাকলেই বিএনপি মিথ্যাচার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 

রোববার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দৌলতপুর কৃষি ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের সিটি করপোরেশন এলাকা থেকে আটক করছে।

এটা প্রমাণ করে যে সিটি নির্বাচন সুষ্ঠু হবে না- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে, তখন তো বিএনপি নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকেন না যে তারা বলতে পারবেন, সিটি করপোরেশন নাকি সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে তাদের আটক করা হয়েছে।

যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করানো হবে। সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময়ে হোক, যোগ করেন হানিফ।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ