ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে শর্ত জুড়ে দিয়ে বিএনপি শান্তিপূর্ণ পরিবেশকে ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। তাদের যেকোন ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দেবে। নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সমুদ্র সীমানা জয় করেছেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশ পথও জয় করেছেন। তার নেতৃত্বে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম পদ্মাসেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। জঙ্গিবাদ দমন হয়েছে, মাদক নির্মূলে কঠোর অভিযান চলছে। এসব অর্জন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ‍জুলাই ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ