ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে ১১ আ’লীগ নেতাকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
বরিশালে ১১ আ’লীগ নেতাকে নোটিশ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন ওয়ার্ডের ১১ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (০৩ আগস্ট) দিবাগত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাজী মুনিরউদ্দিন তারিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশ প্রাপ্তরা হলেন-বরিশাল মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবুল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আশ্রাব উদ্দিন আহমেদ এমরাজ, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মজিবুল হক স্বপন, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাসুদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কাজী রোকন উদ্দিন, ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বিদ্যুৎ কর্মকার পিংকু, ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম বাবুল, ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গোলাম মোস্তফা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে এসব ওয়ার্ডে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এর নির্দেশে নেতাদের কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছ। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে মহানগরের দফতর বরাবর এর জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ