ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গুজব-বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সহযোগিতা চান ড. হাছান 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
গুজব-বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সহযোগিতা চান ড. হাছান 

ঢাকা: কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ও বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রোববার (০৫ আগস্ট) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ কামালের ৭০তম জন্মদিন’ উপলক্ষে আয়োজিত আ‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি একথা ব‌লেন।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটি দাবি বাস্তবায়নও করেছেন।

পাশাপাশি সব সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী, দল এবং দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে আমরা যেন ঐক্যমত পোষণ করি। ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহায়তা করেছে।  

তিনি বলেন, মিডিয়া হচ্ছে দেশের চতুর্থ অঙ্গ। ছাত্রদের মধ্যে মিশে গিয়ে দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা করেছে এবং সে হামলায় ৩৫ নেতাকর্মী আহত হয়েছে। অনেকে লাইভে এসেও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তা কিছু গণমাধ্যম প্রকাশ করেনি। কয়েকটি কাগজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।  

‘অথচ সেই হামলা ছাত্র-ছাত্রীরা করেনি, করেছে ছাত্র-ছাত্রীর ছদ্মবেশে বিএনপি-জামায়াত। ছাত্র-ছাত্রীদের হাতে কোনো অস্ত্র থাকতে পারে না। অথচ সেখানে গুলিও করা হয়েছে। তাই সকল গণমাধ্যমকে অনুরোধ করবো সঠিক সংবাদ উপস্থাপন করার জন্য। যাতে দেশ ও দেশের মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। ’

গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ক্লিপ প্রসঙ্গে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত যে এই আন্দোলনে বিভ্রান্তি ছড়াচ্ছে তা তার (আমির খসরু) অডিও শুনলে বোঝা যায়। সেখানে তিনি তার দলের এক তরুণ ব্যারিস্টারকে নির্দেশ দিচ্ছেন কিভাবে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে ঢুকে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো যায়।  

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত এবং ১/১১ কুশীলবরা মাঠে নেমেছে। তারা দেশে বিভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিছুদিন কোটা আন্দোলনকারীদের উপর ভর করার চেষ্টা করেছে এরপর কোমলমতি স্কুল শিক্ষার্থীদের ওপর ভর করেছে তারা। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহেদ রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ